শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ ২০২০ সালে পাঞ্জাবের একটি ঘটনার পর এক নতুন নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট।যার আওতায় দেশের প্রত্যেক থানায় লকআপ থেকে শুরু করে আইসি ও ওসির রুমে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলকভাবে লাগাতে হবে। রাখতে হবে রেকর্ডিং।সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পর ২০২১ সালে রাজ্য সরকারও প্রত্যেক থানায় সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে।এই নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পঙ জেলা পুলিশের প্রত্যেক থানায় সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু হয়।
সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাকে গুরুত্ব দিয়ে আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।রাজ্য সরকার থানার ডাটা স্টোরেজ এবং সিসিটিভি এর দেখাশোনার জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্বভার দিয়েছে।এই বিষয়ে আজ উত্তরকন্যায় জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার, দার্জিলিং এবং কালিম্পং এর এসপি দের নিয়ে বৈঠক করেন।
বৈঠকের পর জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিটি থানার আইসি, ওসি এবং লকআপ রুমে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।কিন্তু যেসব ক্যামেরা লাগানো হয়েছে তা অত্যাধুনিক নয়।তাই শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এ অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শীঘ্রই শুরু হবে।মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়।পুলিশও বিষয়টি জানতে পারে না।এই কারণে উত্তরকন্যায় বেসরকারি সংস্থার কার্যালয় খোলার কাজ করা হচ্ছে।কার্যালয় খুললেই সংস্থার কর্মী প্রত্যেক থানায় সিসিটিভি ও ডাটা সুরক্ষিত রাখার কাজ করবেন।