শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ আগামী ২০ জানুয়ারি থেকে ৯ তম উত্তরবঙ্গ উৎসব শুরু হতে চলেছে। ২০ জানুয়ারি আঠারোখাই ময়দানে এই উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ মৈনাক ট্যুরিস্ট লজে একটি সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
তিনি জানান, প্রতিটি জেলাকে এক অথবা দুই দিনের উত্তরবঙ্গ উৎসবের আয়োজনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, দার্জিলিং, মিরিক, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় একইসঙ্গে উত্তরবঙ্গ উৎসব শুরু হতে চলেছে।
আগামী ২৩ জানুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অঙ্কন প্রতিযোগীতার আয়োজিত হবে। ২৮ জানুয়ারি অঙ্কন প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়াও ২০ জানুয়ারি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনের পাশাপাশি ৯ জনকে বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে।পাশাপাশি প্রতিটি জেলার ১০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হবে।এছাড়াও বিশ্ব বাংলা হাট এবং রবীন্দ্র মঞ্চে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।