ইসলামপুরে ভবঘুরেদের জন্য ‘আশ্রয়’ ভবনের উদ্বোধন করলেন প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল

ইসলামপুর, ২৯ ডিসেম্বরঃ ইসলামপুর পৌরসভার উদ্যোগে ভবঘুরে অসহায় মানুষদের জন্য ‘আশ্রয়’ ভবনের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল।


প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল বলেন, ইসলামপুর দুর্গা নগর এলাকায় পৌর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে এই চারতলা ভবন।ভবঘুরেদের জন্য বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে।সম্মানের সঙ্গে রাখা হবে তাদের।

আপাতত থাকছে দশটি বেড।ঝাঁ-চকচকে এই ভবনে ভবঘুরে তথা ভিক্ষাজীবীদের জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা।প্রায় শতাধিক অসহায় মানুষের ঠিকানা হতে চলেছে এই আবাস।আরবান হোমলেস প্রকল্পের আওতায় ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হয়েছে।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে এই ধরনের ভবন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş