জলপাইগুড়িতে গরীব ও ভবঘুরেদের হাতে খাবার তুলে দিল পুলিশ

জলপাইগুড়ি, ২৭ মার্চঃ লকডাউনের চতুর্থ দিনে জলপাইগুড়ির রাস্তায় মোতায়েন পুলিশ বাহিনী।তবে লাঠি নয় খাবারের প্যাকেট হাতে নিয়ে জলপাইগুড়ি শহরের ভবঘুরে ও গরীব মানুষের হাতে খাবার তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পুলিশকর্মীরা৷


লকডাউনের জেরে বিপাকে পড়েছেন গরীব ও ভবঘুরেরা৷সেই সকল মানুষের পাশে এসে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা পুলিশ।

এদিন শহরের থানা মোড়, স্টেশন রোড, দিন বাজার, টেম্পল স্ট্রিট ও অন্যান্য জায়গায় গরীব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom