শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির পুরনিগমের উদ্যোগে বুধবার শিলিগুড়ি কলেজে করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিন ফিতে কেটে টিকাকরণ শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।পাশাপাশি শিবিরে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার।এদিনের শিবিরে পড়ুয়ারা সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
এদিন প্রসাশক গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন টিকাকরণ সার্বজনীনভাবে হোক।সেই কারণেই টিকাকরণ এর ব্যবস্থা করা হয়েছে।এই শিবিরেকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।
অন্যদিকে এক ছাত্রী দীপশিখা রায় বলেন, সব স্কুল কলেজে টিকাকরণ হয়ে গেলে আমাদের পক্ষে খুবই ভালো হবে।