শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ শহরবাসীর সুবিধার্থে এবার করোনা টিকা দিতে মোবাইল ভ্যান চালু করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম।আগামী সপ্তাহ থেকে মোবাইল ভ্যান নামবে শহরের রাস্তায়।সেই মোবাইল ভ্যানের মাধ্যমে টিকা দেওয়া হবে জনবহুল এলাকাগুলিতে।তবে প্রাথমিকভাবে টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সোমবার শিলিগুড়ির পুরনিগমে সাংবাদিক বৈঠক করেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব।এরপরই তিনি জানান প্রথম ডোজ সম্পূর্ণ করতে এই মোবাইল ভ্যান চালু করা হবে।
এছাড়াও বিনা সমস্যায় যাতে সকলে দ্বিতীয় ডোজ পান তাও দেখা হচ্ছে।দ্বিতীয় ডোজের সময় হয়ে গেলে কোথায় কোন স্বাস্থ্যকেন্দ্রে গেলে তা পাওয়া যাবে সেই সংক্রান্ত তথ্য বাসিন্দাদের এসএমএস ও সামাজিক মাধ্যমে পুরনিগমের তরফে জানানো হবে বলে জানান তিনি।