শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ ভ্যাকসিন দেওয়া নিয়ে গন্ডোগলের অভিযোগ শিলিগুড়ি জেলা হাসপাতালের বিরুদ্ধে।এদিন ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে একশোর বেশী ভ্যাকসিনের টোকেন দেওয়া হয়।৫০ নম্বর অবধি ভ্যাকসিনেশনের কাজ ঠিকই চলছিল।অভিযোগ, ৫০ নম্বর এর পর থেকে যাদের টোকেন ছিল তাদের ভ্যাকসিন দেওয়া হয়নি।এদিকে হাসপাতালের রেজিস্ট্রারে ভ্যাকসিনেশনের সংখ্যা ১৬১ কি করে হয় এই নিয়ে প্রশ্ন তোলেন তারা।তাদের অভিযোগ, হাসপাতালের কর্মীরা তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন দিচ্ছেন নয়তো টাকার বিনিময়ে অন্যদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
এই বিষয়ে হাসপাতাল সুপার প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, যারা ভ্যাকসিন পাননি সেইসময় তারা হয়ত সেখানে উপস্থিত ছিলেন না।এরপর ফের তিনি বলেন, ঘটনা ঠিক কি হয়েছে তা তিনি জানেন না।গোটা বিষয়টি জেনে তারপরই তিনি বলবেন।তবে যারা আজ ভ্যাকসিন পাননি তাদের অন্যদিন ভ্যাকসিন দেওয়া হবে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগ, এদিন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা হাসপাতালে ভাঙচুর করেন।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা।