খড়িবাড়ি, ১৬ জানুয়ারিঃ স্কুলে রুবেলা ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লো এক ছাএী।সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধনজোত উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, এদিন রুবেলা টিকা দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাএী অন্নন্যা সরকার।তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা ছাত্রীকে উদ্ধার করে বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে জেলা হাসপাতালে পাঠায়।