শিলিগুড়ি, ২৪ জুলাইঃ ভ্যাকসিন নিতে শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে লম্বা লাইন।কোথাও আবার রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ।এই দৃশ্যই দেখা গেল গতকাল রাতে ৪৫ নম্বর ওয়ার্ডের একটি ভ্যাকসিনেশন কেন্দ্রে।
জানা গিয়েছে, স্বাস্থ্য বিভাগের তরফে পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের ভ্যাকসিনেশন কেন্দ্রে শনিবার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছিল।এই খবর পেয়েই শুক্রবার রাত ১১টা থেকেই ভ্যাকসিনেশন কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ।খোলা আকাশের নীচে রাতভর লাইনে দাঁড়িয়ে ছিলেন মানুষ।
টিকা নিতে আসা এক নাগরিক জানান, এর আগেও ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন কিন্তু ভ্যাকসিন পাননি।এই কারণে এবারে রাত থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন।ভ্যাকসিন নেওয়ার পরই বাড়ি ফিরবেন বলে জানান।লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা জানান, ভ্যাকসিন কম রয়েছে।এই কারণে রাত থেকে লাইন দিয়েছেন।
উল্লেখ্য, প্রায়সময়ই ভ্যাকসিনের জন্য শিলিগুড়ির বিভিন্ন ভ্যাকসিনেশন কেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ মানুষ।ভ্যাকসিন নিতে হয়রানির শিকার হচ্ছেন মানুষ।