খড়িবাড়ি, ৩১ আগস্টঃ ভ্যাকসিন নিতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েও ভোগান্তির শিকার সাধারণ মানুষ।হুড়োহুড়ি করে নিতে হচ্ছে ভ্যাকসিনের টোকেন।মঙ্গলবার খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের বাজারোজোত স্বাস্থ্যকেন্দ্রে এমনটাই ছবি ধরা পড়ল।
স্থানীয়দের অভিযোগ, এই কেন্দ্রে ভ্যাকসিন নিতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন।এরফলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।এরপরও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
সন্তোষ সিং নামে এক ব্যক্তি জানান, যেভাবে হুডোহুড়ি হচ্ছে তাতে ভ্যাকসিন নিতে এসেই করোনা হয়ে যাবে।প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।