জলপাইগুড়ি, ৮ ডিসেম্বরঃ ভাল্লুক ধরতে অবশেষে খাঁচা পাতলো বনদপ্তর।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ তিনজন ডিএফও এর উপস্থিততে সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসনের উল্টো দিকে করলা নদীর পাড়ে খাঁচা পাতা হয়।পাশেই রয়েছে করলা নদী লাগানো জঙ্গল, নির্জন জায়গা থাকায় সেখানে ভালুক থাকতে পারে অনুমান বনদপ্তরের।
এদিন গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গরুমারা বনবিভাগের ডিএফও অংশু যাদব, জলপাইগুড়ির ডিএফও মৃদুল কুমার, উদ্যান ও কানন বিভাগের ডিএফও অঞ্জন গুহ এছাড়া বিভিন্ন রেঞ্জ থেকে আসা ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মী, পরিবেশ প্রেমী সরূপ মণ্ডল ও বনকর্মীরা।ভাল্লুক না ধরা পর্যন্ত খাঁচা থাকবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।