কালচিনি, ১৫ নভেম্বরঃ গত কয়েকদিন ধরে ভাল্লুকের আতঙ্কে দিন কাটছে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার বাসিন্দাদের।অবশেষে একটি বড় ভাল্লুককে উদ্ধার করল বনদপ্তর।ভাল্লুকের খোঁজে নিয়ে আসা হয়েছিল কুনকি হাতি।ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হয় ভাল্লুকটিকে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় দুটি ভাল্লুক দেখতে পান এলাকার বাসিন্দারা।ভাল্লুকটি এলাকার এক বাসিন্দার শূকরও টেনে নিয়ে যায়।এরপর ঘটনার খবর দেওয়া বনদপ্তরে।খবর পেয়ে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌছে গোটা এলাকা নেট দিয়ে ঘিরে দেয়।পরবর্তীতে চিলাপাতা থেকে কুনকি হাতি নিয়ে আসা হয় এবং বনকর্মীরা একটি বড় ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে ভাল্লুকটিকে উদ্ধার করে।আরও একটি ভাল্লুকের খোঁজ চালাচ্ছে বনদপ্তর।