শিলিগুড়ি, ১৬ অক্টোম্বরঃ যান্ত্রিক ত্রুটির জন্য কারণে ফের একবার বাতিল হয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস।সমস্যায় পড়লেন যাত্রীরা।এনজেপি স্টেশনে নেমেই উগরে দিলেন ক্ষোভ।
সোমবার ভোরে হাওড়া স্টেশন থেকে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের।তবে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয় বন্দে ভারত।স্টেশনে পৌঁছে ট্রেন বাতিলের খবর শুনেই ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা।অবশেষে যুব এক্সপ্রেসে করে যাত্রীদের পাঠানো হয়।
এদিন দুপুর ২টা নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছায় যুব এক্সপ্রেস।ট্রেন থেকে নেমে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।যাত্রীদের অভিযোগ, ট্রেনে খাবার পরিষেবা সঠিক ছিল না।অনেকেরই প্রথমবার বন্দে ভারতে আসবেন বলে টিকিট কেটেছিলেন।যেকারনে মন খারাপ হয়ে যায় যাত্রীদের।এছাড়াও ট্রেন দেরী করে পৌঁছায় বলে অভিযোগ করেন তারা।
অন্যদিকে এনজেপি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়া যাত্রীরাও স্টেশনে পৌঁছে ট্রেনের এই পরিবর্তন দেখে হতবাক হয়ে যান।তাদের অভিযোগ, ট্রেন পরিবর্তন হয়ে যাওয়ায় কামরা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়েছে।রেলের তরফে কোনরকম সহযোগিতা করা হয়নি।