খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙ্গা হল শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ

শিলিগুড়ি, ২৬ নভেম্বর: শিলিগুড়ি টাইমসের খবরের জের। ২৪ ঘণ্টার মধ্যেই করা হল পদক্ষেপ।কাউন্সিলরের নির্দেশে ভেঙে ফেলা হল শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকার অবৈধ নির্মাণ।
প্রসঙ্গত, মঙ্গলবার শিলিগুড়ির প্রমোদনগর এলাকায় একটি বাড়ির দেওয়ালের সঙ্গে থাকা ইলেকট্রিক পোলকে ঘিরে অবৈধ নির্মাণের খবর সম্প্রচারিত হয় শিলিগুড়ি টাইমসে।খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস। দ্রুত বাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন।
বুধবার সকালে বাড়ির মালিকের পক্ষ থেকেই সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। উপস্থিত থেকে ভাঙার কাজ তদারকি করেন কাউন্সিলর নিজেই।
এদিন কাউন্সিলর অমর আনন্দ দাস বলেন, বিষয়টি সত্যিই আমার নজরে ছিল না।বিষয়টি সামনে আনার জন্য শিলিগুড়ি টাইমসকে ধন্যবাদ জানান তিনি।খবর পেয়েই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি।এরপরই আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *