ভাঙা হল না বিধান মার্কেটের অবৈধ নির্মাণ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ব্যবসায়ীরা

শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল না বিধান মার্কেটের অবৈধ নির্মাণ।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা।


প্রসঙ্গত, শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মান নিয়ে বারবার অভিযোগ উঠেছিল।এরপরই এসজেডিএ এর তরফে একটি বৈঠক করে অবৈধ নির্মান ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।ব্যবসায়ীরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মামলা দায়ের করে।

এরপরই এসজেডিএ এর কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আসে এই মূহুর্তে বিধান মার্কেটের অবৈধ নির্মান ভেঙে ফেলার কাজ স্থগিত রাখতে হবে।মুখ্যমন্ত্রীর এই নির্দেশে খুশির হাওয়া ব্যবসায়ীদের মধ্যে। 


বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি চিত্তরঞ্জন দাস জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ৫৮ বছরের বঞ্চনার কথা মাথায় রেখে এই নির্দেশ দিয়েছেন।সে কারণেই তাকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *