শিলিগুড়ি, ২৮ জুনঃ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম।এখন থেকে শহরের যে সমস্ত বাড়িতে ভাড়া রয়েছে, সেই সমস্ত বাড়িতে সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করবে পুরনিগমের একটি বিশেষ দল।শনিবার পুরনিগমের বোর্ড মিটিং এর পর এমনটাই ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
মেয়র গৌতম দেব জানান, প্রতিদিন প্রচুর মানুষ বাইরে থেকে আসছেন শিলিগুড়িতে আসছেন।অনেকে অল্পদিনের জন্য ভাড়া বাড়িতে থাকছেন।অনেকক্ষেত্রে কোনওরকম নথিপত্র বা এগ্রিমেন্ট ছাড়াই ঘর ভাড়া দেওয়া হচ্ছে।এতে শুধু শহরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না, বিপদে পড়তে পারেন বাড়ির মালিকরাও।এই কারণে পুরনিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
যেসব বাড়িতে ভাড়া রয়েছে, তার বিস্তারিত তথ্য পুরনিগমকে জানাতে হবে।এতে কোনও বাড়তি কর বসানো হবে না বলে জানিয়েছেন মেয়র।এটি শুধুমাত্র শহরের নিরাপত্তার স্বার্থে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।খুব শীঘ্রই পুলিশের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে একটি বৈঠক করা হবে। হোটেলগুলির মত ভাড়াটিয়াদের তথ্যও পুলিশ ও পুরনিগমের কাছে থাকবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।