শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ পেট্রোল ডিজেলের দাম বাড়লেও বাড়েনি গাড়িভাড়া।বহুদিন ধরে পাহাড়ের গাড়ি চালকেরা ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন।কিন্তু ভাড়া না বাড়ায় সোমবার শিলিগুড়ি থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের গাড়ি বন্ধ রাখা হয়েছে।অন্যদিকে পাহাড় থেকেও আজ গাড়ি নামছে না।
হঠাৎ করে গাড়ি চলাচল এদিন বন্ধ রাখায় সমস্যায় পড়েন বহু পর্যটক।তবে এদিনের এই গাড়ি বন্ধ রাখাকে সমর্থন করেনি বহু চালক সংগঠন।এদিন এনজেপি স্টেশন, জংশন থেকে বহু ট্যাক্সি বন্ধ ছিল।তবে পর্যটনের মরশুমে হঠাৎ এই গাড়ি বন্ধের জেরে পর্যটন ব্যবসায় ক্ষতি হল বলে মনে করছেন ট্যুর অপারেটররা।