রাজগঞ্জ ২১ ফেব্রুয়ারিঃ আন্তর্জাতিক আঈ ভাষা (মাতৃভাষা) দিবস পালন।
সোমবার কামতাপুর-রাজবংশী ভাষা প্রচার সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাঘালুপাড়া ক্লাবের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন শহীদ বেদীতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
কামতাপুরী-রাজবংশী ভাষা প্রচার সমিতির যুগ্ম সম্পাদক সুদীপ রায় বলেন, আমাদের মাতৃভাষা কামতাপুরী না রাজবংশী হবে তা কামতাপুরী ভাষাবিদরা ঠিক করুক।যে ভাষা ঠিক হবে তা আগামী জনগণনাতে মাতৃভাষা তথ্যে দেওয়ার আহ্বান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কিরণচন্দ্র রায়, লেখক-কবি-সাহিত্যিক প্রেমানন্দ রায় ও সত্যরঞ্জন রায় সহ অন্যান্যরা।