রাজগঞ্জ, ৬ জুনঃ লাইব্রেরিয়ানের অভাবে বন্ধ ভোলাপাড়ার নজরুল পাঠাগার। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের ভোলাপাড়ায় রয়েছে এই পাঠাগারটি। প্রায় তিনবছর ধরে লাইব্রেরিয়ানের অভাবে বন্ধ হয়ে পরে রয়েছে পাঠাগারটি। ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ।
জানা গিয়েছে, ১৯৭২ সালে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে গ্রন্থাগারীক এবং সহকারি গ্রন্থাকারীক অবসর গ্রহণ করার পর গ্রন্থাকারীকের অভাবে পাঠাগারটি বন্ধ হয়ে রয়েছে।যে কারণে পাঠাগারের প্রচুর বই নষ্ট হচ্ছে।এলাকার বাসিন্দাদের দাবি, অতি দ্রুত গ্রন্থাকারীক পাঠিয়ে পাঠাগারটি খোলার ব্যবস্থা করুক প্রশাসন।
বিষয়টি নিয়ে সুখানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইজরাইল হক বলেন, গ্রন্থাগারটি লাইব্রেরিয়ান এর অভাবে বন্ধ হয়ে রয়েছে। লাইব্রেরীটি যাতে খুব তাড়াতাড়ি খোলা যায় সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।