শিলিগুড়ি,১১ অক্টোবরঃ রেলের আধিকারিকদের নিয়ে শিলিগুড়ির বাগরাকোট ও ফুলেশ্বরী আন্ডারপাস পরিদর্শন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বর্তমানে শিলিগুড়ির বাগরাকোট দিয়ে যান চলাচল প্রায় বন্ধ।যে কারণে অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হয় বাসিন্দাদের।কিভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে বুধবার এলাকায় পৌঁছান বিধায়ক।
তিনি জানান, রেলের সাথে সমন্বয় রেখেই কাজ করবেন তিনি। বাগরাকোটে এই মুহূর্তে আন্ডারপাস বা উড়ালপুল সম্ভব নয়।বিকল্প একটি রেল ক্রসিংয়ের ভাবনা নিয়েছেন তারা।এছাড়াও ফুলেশ্বরী আন্ডারপাসে জমে থাকা জলের সমস্যা নিয়েও তিনি রেল এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলবেন।পাশাপাশি রেলের জায়গা দখল এবং অপব্যবহার নিয়েও সরব হন তিনি।