প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার রাজগঞ্জের দুই খুদে পড়ুয়ার

রাজগঞ্জ,১২ মার্চঃ প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাজগঞ্জের দুই খুদে পড়ুয়া। ওই দুই খুদে পড়ুয়ার সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ শিক্ষক ও এলাকার বাসিন্দারা।


গত ৯ ও ১০ মার্চ মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির রাজ্য স্তরের প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া বি এফ পি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দীপঙ্কর রায়। একইভাবে সুযোগ পায় সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কায়েতগছ অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজেশ ওঁরাও। প্রতিযোগিতায়  দীপঙ্কর রায় ৭৫ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে। দীপঙ্করের বাবা দিনমজুর। অভাবের সঙ্গে লড়াই করে দীপঙ্করের এই সাফল্যে খুশি পরিবার, প্রতিবেশী ও স্কুলের শিক্ষকরা।

অন্যদিকে, দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজেশ ওঁরাও আলু কুড়ানো দৌড়ে প্রথম স্থান অর্জন করে। জানা গিয়েছে, রাজেশের বাবা চা বাগানের শ্রমিক। এমন পরিস্থিতির মধ্যে রাজেশের সাফল্যে খুশি পরিবার ও প্রতিবেশীরা।


মঙ্গলবার বিজেপির রাজগঞ্জ দক্ষিণ মন্ডলের নেতৃত্বরা রাজেশকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *