শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতরা হল পীতাম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরজ ওরাওঁ। তিনজনই জলপাইগুড়ির রায়পুর চা বাগান এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, তিনজনই বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিং এর কাজ করে। গত বৃহস্পতিবার তিন অভিযুক্ত চম্পাসারির একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে যায়।সেখানে সুযোগ বুঝে অসমের ভিডিওগ্রাফার দীপক গুপ্তার ক্যামেরা চুরি করে।যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
সেই ক্যামেরায় বিয়ের অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ছিল। ঘটনার পর প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন সেই ভিডিওগ্রাফার। অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ গতকাল তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ক্যামেরাটিও উদ্ধার করেছে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
