শিলিগুড়ি,২৫ অক্টোবরঃ নির্বিঘ্নে মঙ্গলবার থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে বিসর্জন পর্ব। বুধবার সকাল থেকেও শহরের বিভিন্ন নদীঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। তবে শহরে সব থেকে বেশী প্রতিমা বিসর্জন দেওয়া হয় লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে। সেখানে প্রচুর সংখ্যায় মানুষ ভিড়ও করেন বিসর্জন দেখতে।
মঙ্গলবার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে প্রায় ২৬২ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এর মধ্যে ক্লাবগুলির পাশাপাশি বাড়ির পুজোগুলিও রয়েছে। চম্পাসারির কাছে বাঘাযতীন কলোনিতে পার্বতী ঘাটে ৩১ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বুধবারও এই দুই ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।
অন্যদিকে এ বছর মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে প্রচুর সংখ্যায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন ছিলেন। অনেকেই বিসর্জন চলাকালীন নদীতে নেমে পড়েন। যেকারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বছর নদীতে যাতে কেউ নামতে না পারে সেকারণে সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন ছিলেন। ঘাটে দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গা থেকেই প্রতিমা বিসর্জন দেখেন সকলে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের পর পুরনিগমের তরফে নদী থেকে সমস্ত কাঠামো উঠিয়ে নেওয়া হয়।