রাজগঞ্জ ১৮ ফেব্রুয়ারিঃ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিলো রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল যাওয়াr রাস্তা।অবশেষে সেই রাস্তা তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
রবিবার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিকৌড়ি মোড় থেকে গ্রামীণ হাসপাতাল হয়ে হরিহর হাইস্কুল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার কাজের শুভারম্ভ করা হয়। ডাব্লুবিএসআরডিএ (WBSRDA) দপ্তরের আর্থিক সহযোগিতায় প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে।
অন্যদিকে এদিন রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় ১৫০ মিটার পেপারব্লক রাস্তারও শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
বিধায়ক খগেশ্বর রায় জানান, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও স্কুল রয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় ছিলো। আজ এই রাস্তার শিলান্যাস করা হলো। এই রাস্তা তৈরি করা হলে এলাকার কয়েক হাজার মানুষের অনেক সুবিধা হবে।