রাজগঞ্জ, ৮ জুলাইঃ রাজগঞ্জে ড্রেন তৈরির তিন মাসের মধ্যেই ভেঙে গেল ড্রেনের একাংশ, নিম্নমানের কাজের অভিযোগ তুললেন স্থানীয় থেকে ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে রাজগঞ্জ বাজারে পেভার ব্লকের রাস্তা সহ ড্রেনের কাজ শুরু করা হয়। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। তিন মাস যেতে না যেতেই ভেঙে পড়লো রাজগঞ্জ শ্রী সংঘ ক্লাব ময়দান সংলগ্ন রাস্তার পাশে ড্রেনটি।এদিন সদ্য নির্মিত নালার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনার পর প্রশ্ন তুলছেন এলাকার ব্যবসায়ী এবং বিরোধীরা।অনেকে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন মাস আগে রাজগঞ্জ বাজারের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই ড্রেন তৈরি করা কাজ । নালা তৈরির কাজ নিয়ে বেশ কয়েকদিন দুর্ভোগ পোয়াতে হয়েছিল ব্যবসায়ী থেকে স্থানীয়দের। সেই কাজের পর কিছুদিন যেতে না যেতেই ড্রেনের অংশটুকু ধ্বসে পড়েছে।এরফলে সমস্যা আরও দীর্ঘমেয়াদী হল।
যদিও এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং শাসকদল কাজের বরাত পাওয়া এজেন্সির গাফিলতির অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে এত অল্প সময়ে নির্মীয়মান ড্রেন ভেঙে পড়ায় সমস্ত দায়িত্বভার ছেড়ে দিয়েছেন পূর্ত বিভাগের আধিকারিকদের উপর।