রাজগঞ্জ, ২২ এপ্রিলঃ শুক্রবার রাতের ঝড়ে ভেঙে গিয়েছে নামাজের প্যান্ডেল।যার জেরেখোলা আকাশের নীচে নামাজ পাঠ করলেন কয়েক হাজারের মানুষ। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ির ঘটনা।
জানা গিয়েছে, লালস্কুল বালাবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার ইসলাম ধর্মের মানুষ প্রতিবছর স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পাঠ করেন।সেই মাঠে প্রতিবছর প্যান্ডেল তৈরি করে নামাজের আয়োজন করা হয়। এবারও দুদিন আগে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতের ঝড়ে প্যান্ডেলটি পুরোপুরি ভেঙে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে।ফের নতুন করে প্যান্ডেল তৈরি করার কোনও উপায় না থাকায় সেই জায়গা পরিষ্কার করে খোলা আকাশের নীচে নামাজ পাঠ করেন মানুষ।
স্থানীয় বাসিন্দা ইয়াজদ্দিন মহম্মদ বলেন, প্যান্ডেলটি ভেঙে যাওয়ায় আমরা দুঃখিত। কিন্তু কোনও উপায় না থাকায় সকলকে খোলা আকাশের নিচে নামাজ পাঠ করতে হল।