শিলিগুড়ি, ১২ জুলাই: প্রবল বৃষ্টির জেরে ভাঙল সীমানা পাঁচিল। ঘটনায় গুরুতর আহত হন দুজন।শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর শান্তিনগর এলাকার পেঙ্গানী পাড়ায়।
গত ২-৩দিনের প্রবল বর্ষনে ইতিমধ্যে নাজেহাল মানুষ।বহু এলাকা জলমগ্ন। গতকাল রাতে প্রবল বৃষ্টির ফলে পেঙ্গানিপাড়ায় থাকা একটি ফাঁকা জমির উচুঁ সীমানা পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ির ওপর।পাশাপাশি দুটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে।
ঘটনায় পাঁচিল চাপা পরে দুজন গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে।
অন্যদিকে, খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌছান এলাকার প্রধান সুধা সিংহ চ্যাটার্জি।
তিনি জানান,পঞ্চায়েত এলাকায় ৫ ফুটের ওপর পাঁচিল নিষিদ্ধ থাকলেও ওই এলাকায় জমিকারবারীরা জমি কিনে ১৫ ফুটের ওপর উচুঁ পাঁচিল নির্মান করছে যা সম্পুর্ন অবৈধ।
তিনি আরও জানান,অবিলম্বে যদি এই পাঁচিল জমির মালিক ভেঙ্গে না দেয় তাহলে তারা সরকারি নিয়মেই ভেঙ্গে দেবেন।পাশাপাশি গতকালের ঘটনার জন্য ওই জমির মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।