শিলিগুড়ি,১৩ জুনঃ শহরবাসীকে দূষিত পানীয় জল খাইয়েছে শিলিগুড়ি পুরনিগম। এমনি অভিযোগ তুলে PHE দপ্তরে চিঠি পাঠালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বিধায়কের অভিযোগ, সম্প্রতি তিস্তা নদীতে বাঁধের কাজের কারণে মহানন্দা নদী থেকে জল সরবরাহ করা হয়েছিল।কয়েকদিন পর সেই জল মানুষের পানের অযোগ্য বলে ঘোষণা করেছিলেন মেয়র গৌতম দেব। সেই জল পরীক্ষা না করেই কি করে পানীয় হিসেবে সেই জল সরবরাহ করা হয়েছিল।এদিন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় কাদের গাফিলতি রয়েছে এবং সম্পূর্ণ বিষয়ে যাতে তদন্ত করা হয় তার দাবি জানিয়ে রাজ্য সরকারের PHE দপ্তরে অভিযোগ জানান বিধায়ক।
অন্যদিকে এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, কোনও দূষিত জল খাওয়ানো হয়নি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই সমস্যা হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যদি বিধায়ক আদালতের দ্বারস্থ হন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।