শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে ফের প্রতারণার শিকার যুবক।কোনোরকম ওটিপি ছাড়াই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে চোখের নিমেষে গায়েব হল ৮৯ হাজার টাকা।
বাবার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ৮৯ হাজার টাকা জমা করেছিলেন অম্লান জ্যোতি সরকার।শিলিগুড়ির ভক্তিনগরের চেকপোষ্ট এলাকার বাসিন্দা অম্লান জ্যোতি সরকার।বাবার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ব্যাঙ্কে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন।আগামী ১ অক্টোবর বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল তাঁর।ইতিমধ্যেই ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলেন।কিন্তু তাঁর আগেই বিপদ ঘটে গেল।প্রতারণার শিকার হলেন তিনি।
অম্লান বাবু জানান, গত বুধবার সন্ধ্যায় একটি টোল ফ্রি নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে।তাকে বলা হয় ট্রাঞ্জাকশন কনফার্ম করার জন্য ১ এবং ক্যান্সেল করার জন্য ৯ টিপুন।সেইমতো ট্রাঞ্জাকশন ক্যান্সেল করার জন্য ৯ প্রেস করেন তিনি।এরপর কোনোরকম ওটিপি ছাড়াই তাঁর অ্যাকাউন্ট থেকে ৮৯ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।এরপরই ব্যাঙ্কের দ্বারস্থ হন তিনি।পাশাপাশি ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।তবে এই মুহূর্তে কিভাবে বাবার চিকিৎসা করাবেন সেই নিয়ে চিন্তায় রয়েছেন অম্লান বাবু।