কালিম্পং,২১ মার্চঃ উত্তরবঙ্গের পাহাড়ে সারাবছরই কমবেশি পর্যটকদের ভিড় থাকে।অন্যদিকে মার্চের শেষে সান্দাকফুতে তুষারপাতের খবর আসায় বহু পর্যটক বর্তমানে পাহাড়মুখী।এরই মধ্যে বোল্ডার ধসের কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং পৌঁছতে রুট ডাইভারশনের নির্দেশ কালিম্পং জেলা প্রশাসনের।
এই বিষয়ে কালিম্পং-এর জেলাশাসকের তরফে জানানো হয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের লিকুভির এলাকায় লাগাতার বোল্ডার ধসের কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার জন্য জারি করা হচ্ছে রুট ডাইভারশন।এক্ষেত্রে শিলিগুড়ি ও কালিম্পং-এর মধ্যে যানবাহন লাভা-গরুবাথান রোড হয়ে যাতায়াত করবে। এদিকে ২৭ মাইল ও কালিম্পং-এর মধ্যে সামথার হয়ে যাতায়াত করবে যানবাহন।