শিলিগুড়ি, ১৪ আগস্ট: আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা।যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।মাথায় হাত পড়েছে রোগীর আত্মীয়দের।বুধবার দূরদূরান্ত থেকে রোগী নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন বহু মানুষ।কিন্তু এখানে এসে তারা দেখছেন আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা ভেবে পাচ্ছেন না অসুস্থ রোগীদের নিয়ে কোথায় যাবেন।এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসা করাতে আসা রোগীরা এবং তাদের আত্মীয়রা।
এদিন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা জানান, অনেক দূর থেকে রোগী নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন।কিন্তু এখানে এসে দেখছেন আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে।চিকিৎসকদের কর্মবিরতি চলছে।কিন্তু এইসব বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা।ফলে চিকিৎসা করাতে এসে নাজেহাল হতে হচ্ছে তাদের।রোগীদের নিয়ে এখন কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না।