জলপাইগুড়ি, ৩ অক্টোবরঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০০ জন পড়ুয়াকে নিয়ে জলপাইগুড়ি গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পঠনপাঠন শুরু হতে চলছে।রবিবার জলপাইগুড়ি গর্ভমেন্ট মেডিক্যাল কলেজের পরিকাঠামো খতিয়ে ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই জানালেন ওয়েস্টবেঙ্গল ইউনির্ভাসিটি অফ হেলথ সাইন্সেস এর উপাচার্য সুহৃতা পাল।
এদিন উপাচার্যের সঙ্গে ছিলেন ওএসডি ডঃ সুশান্ত রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক, সদর হাসপাতালের সুপার গয়ারাম নষ্কর সহ অন্যান্য আধিকারিকেরা।
এদিন উপাচার্য সুহৃতা পাল বলেন, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ খুব ভাল কলেজ হবে।ইউনির্ভাসিটি থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।কোভিড পরিস্থিতিতে প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে।আশা করি খুব ভাল একটা কলেজ তৈরি হবে।