শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ কোচবিহারে গতকাল ৭২ ঘণ্টা রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।এছাড়াও নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচারের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে।
আর এসব নিয়ে রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বলেন, MCC(মডেল কোড অফ কন্ডাক্ট) এখন BCC(বিজেপি কোড অফ কন্ডাক্ট)।৭২ ঘণ্টা কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বলেন, আমাকে আটকে রাখা যাবে না।আমি আজ যাতে সেখানে না যেতে পারি ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারি সেজন্য এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে আখ্যা দেন তিনি।তবে ১৪ এপ্রিল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য মাথাভাঙায় যাবেন মুখ্যমন্ত্রী।মৃতদের পরিবারের পাশে থাকার কথা বলেন।নির্বাচনের পর তাদের আর্থিক সাহায্য করার কথা বলেন।
এদিন সাংবাদিক বৈঠক থেকে ভিডিও কলের মাধ্যমে মৃতদের মধ্যে ২ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করারও কথা বলেন।নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা দিয়ে জানায়, নির্বাচনের ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে।তা নিয়েই এদিন তার কথা, উত্তরবঙ্গে বিজেপির ১৩ এপ্রিল অবধি প্রচার রয়েছে।তাই আমাদের প্রচার করতে দেবে না বলে এই নির্দেশ দেওয়া হয়েছে।