আজ বিজয় দিবস।১৯৭১ এর যুদ্ধে আজকের দিনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় হয়।এই দিনেই ভারতের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে আমির আবদুল্লা নিয়াজির নেতৃত্বে ৯৩,০০০ পাক সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।পাকিস্তান ভেঙে গঠিত হয় বাংলাদেশ।সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ দিল্লীতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ‘স্বর্ণিম বিজয় মশাল’ প্রজ্বলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ‘স্বর্ণিম বিজয় বর্ষ’-এর লোগোর আবরণ উন্মোচন করেন।এদিনের অনুষ্ঠানে ভারতের শহীদ বীর সেনানীদের পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান।
এছাড়াও এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমর জ্যোতি থেকে আরও ৪ বিজয় মশাল প্রজ্বলিত করা হয়।এই ৪ মশাল নিয়ে যাওয়া হবে দেশের ৪ প্রান্তে।সেগুলি ১৯৭১-এর যুদ্ধের পরমবীর চক্র ও মহাবীর চক্র পুরস্কার প্রাপকদের গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে মাটি আনা হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে।