ভিক্ষুক, ভ্যান চালকেরা পেলেন বিনামূল্যে টিকা

শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ বিনামূল্যে টিকা দেওয়া হল ভিক্ষুক, ভ্যানচালক ও পরিচারিকাদের।


রবিবার দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে শিলিগুড়ি পিএইচই কন্ট্রাকটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে টিকা দেওয়া হয়।এদিন বিনামূল্যে ১২৫ জনকে টিকা দেওয়া হয়।সেখানে বেশকিছু ভিক্ষুকদের টিকা দেওয়া হয়।এছাড়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে কর্মীদেরও টিকা দেওয়া হয়েছে।

সংগঠনের কর্মকর্তা অনুপ বসু জানান, প্রচুর জায়গায় ভিক্ষুক, ভ্যান চালক ও গরীব মানুষ এখনও টিকা নিতে পারেননি।তাদের জন্য বিনামূল্যে এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *