শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ ভায়োলিনের মধুর সুরে মানুষকে মন্ত্রমুগ্ধ করছেন শিলিগুড়ির সুধাংশু দাস।তার বয়স ৬০ বছর।বর্তমানে তার একমাত্র সঙ্গী ভায়োলিন।ভায়োলিন বাজিয়েই শহরবাসীকে মুগ্ধ করছেন তিনি।
শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ভায়োলিন বাজিয়ে মানুষের মন জয় করেন তিনি, তার বিনিময়ে মেলে কিছু টাকা।সেই টাকা দিয়েই জীবন যাপন করছেন তিনি।
সুধাংশু দাস আলিপুরদুয়ারের বাসিন্দা।তবে দীর্ঘদিন ধরে তিনি শিলিগুড়িতেই রয়েছেন।শিলিগুড়ি টাইমসের প্রতিনিধিকে তিনি জানান, ছোটো বেলায় ভায়োলিন বাজানো শিখেছিলেন তিনি।কিন্তু পেটের টানে তার শখকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি।এরপর দীর্ঘ ১৮ বছর ধরে পেশায় গাড়ি চালক ছিলেন।তবে শারীরিক অসুস্থতার কারণে গাড়ি চালানো বন্ধ হয়ে যায়।এরপর সঙ্গী করে নেন ভায়োলিনকে।ভায়োলিন বাজিয়েই মানুষের মন জয় করছেন তিনি।