শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ নাম ভিআইপি রোড। কিন্তু সেই রাস্তা দিয়ে ভিআইপি কেউ গেলে তবেই বুঝতে পারবেন আদৌও সেটা ভিআইপি রোড কিনা। কারণ সেই রাস্তা এখন মরণফাঁদ। গাড়ি, বাইক, সাইকেল চালাতে গিয়ে সামান্য উনিশ বিশ হলেই ঘটছে দুর্ঘটনা।
শিলিগুড়ির ভিআইপি রোড এমন বেহাল অবস্থা বহুদিন ধরে। মঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। যেকারণে এবার বাধ্য হয়ে রাস্তা মেরামত করাতে পথ অবরোধ করতে হল বাসিন্দাদের।
শুক্রবার সকাল থেকে বারিভাসার ভিআইপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন বাসিন্দারা। কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।
বহুদিন ধরেই ভিআইপি রোডের বেহাল অবস্থা হয়ে রয়েছে। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অথচ এরপরও সেই রাস্তা মেরামত না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। এর আগেও একাধিকবার পথ অবরোধ করেছেন বাসিন্দারা। অবিলম্বে রাস্তা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।