শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ বেহাল বাড়িভাষা ভিআইপি রোড সংস্কারের দাবিতে ফের একবার অবরোধে সামিল হল ভারতীয় জনতা পার্টি।এদিনের পথ অবরোধের নেতৃত্ব দিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জী।
বুধবার সকালে বাঁশ দিয়ে রাস্তার দুই ধার বেঁধে দেওয়া হয়।এরপর রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক ও কর্মীরা।প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে পথ অবরোধ।বিজেপির অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে।তবে এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি।লাগাতার ঘটছে দুর্ঘটনা।এমনকি এই রাস্তায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুও হয়েছে।প্রতিনিয়ত পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন।এদিনের পথ অবরোধে সামিল হন বৃহন্নলা ও পথ চলতি সাধারণ মানুষেরা।
এদিন বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে।তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা হয়নি।আজ সকালে এই রাস্তায় টোটো উল্টে যাওয়ার পরই আমরা পথ অবরোধে সামিল হই।
এদিনের বিক্ষোভের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।পুলিশের আশ্বাসের পর পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।