শিলিগুড়ি, ১৭ অক্টোম্বরঃ রাস্তা সংস্কারের কথা দিয়েও কথা রাখেননি।এসজেডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে নিজেরাই রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করলেন বাড়িভাষা ভিআইপি রোড এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাড়িভাষা ভিআইপি রোড।ঘটছে একের পর এক দুর্ঘটনা।মৃত্যুর ঘটনাও ঘটেছে।রাস্তা মেরামতের দাবী জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।অবশেষে অতিষ্ঠ হয়ে প্রাণের ভয়ে স্থানীয় বাসিন্দারা নিজেরাই অর্থ খরচ করে রাস্তায় থাকা গর্তগুলি ভরার উদ্যোগ গ্রহণ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কথা দিয়েছিলেন পুজোর আগে রাস্তা ঠিক হয়ে যাবে।এখনও পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি।প্রতিদিন টোটো, রিক্সা, বাইক দুর্ঘটনার কবলে পড়ছে।এই কারণে আমরাই রাস্তার কাজ করছি।
এদিন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ফোনে জানান, যারা কাজ করছে ভালোই করছে।আমাদের যখন সময় হবে আমরা তখন নিশ্চয় করবো।