শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ পুরনিগমের নতুন উদ্যোগ।ভার্চুয়াল মাধ্যমে বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম।আজ থেকেই চালু হল এই পদ্ধতিতে আলোচনা।
এদিন পুরনিগমের অনলাইন সভাকক্ষ থেকে ৫টি বরোর চেয়ারম্যান ও আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।এদিনের বৈঠক থেকে বরো গুলিকে পুজোর আগে ডেঙ্গি মোকাবিলায় সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেন মেয়র।
এদিন গৌতম দেব বলেন, অনলাইন পদ্ধতিতে বৈঠক পুরনিগমের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।অফিসে বসেই আলোচনায় অংশ নিয়ে পারবেন বরো আধিকারিকেরা।