শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ করোনার বদলেছে পুজোর মেজাজ।সরকারি নির্দেশ মেনে দর্শনার্থীদের এবারে ভার্চুয়ালি পুজো দেখানোর উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দূর্গা পুজো কমিটি।
হাইকোর্টের নির্দেশ অনুসারে দর্শকশূন্য থাকবে পুজো মন্ডপ, দূরত্ব মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হবে।শুধু তাই নয় সংক্রমন রুখতে পুজো কমিটিগুলিতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমন নির্দেশের পর বাড়িতে বসেই ভার্চুয়ালি দর্শনার্থীদের পুজো দেখানোর ব্যবস্থা করেছে সেন্ট্রাল কলোনি দূর্গা পুজো কমিটি।এতে অনেকটাই ভিড় কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
বুধবার একটি সাংবাদিক বৈঠকে পুজো কমিটির সভাপতি কাঞ্চন রায় জানান, হাইকোর্টের নির্দেশ মেনে এবারে তাদের পুজো মন্ডপে দর্শকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।কেউ পুজো দেখতে চাইলে তা ইউটিউব এর মাধ্যমে সরাসরি দেখতে পাবে।ইউটিউব এ সেন্ট্রাল কলোনি দূর্গা পুজো সার্চ করে সরাসরি পুজো উপভোগ করতে পারবেন দর্শকরা।শুধু তাই নয় সিঁদুর খেলাও বন্ধ রাখা হয়েছে।