শিলিগুড়ি,৫ সেপ্টেম্বরঃ আজ শিক্ষক দিবস।তবে এবছর করোনার জেরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।যে কারণে এবার এই দিনটিকে একটু অন্যরকমভাবে পালন করলেন শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা।
প্রতি বছর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করা হলেও এবছর ভার্চুয়াল সেলিব্রেশনের মাধ্যমেই পালিত হল দিনটি।শিলিগুড়ি বিভিন্ন প্রাইভেট সেন্টারগুলোতে চলছে ভার্চুয়াল সেলিব্রেশন।অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন ছাত্রছাত্রীরা।পাশাপাশি ভিডিও কলিং এর মাধ্যমেই ছাত্রছাত্রীদের আশীর্বাদ করলেন শিক্ষক-শিক্ষিকারা।
শিলিগুড়ি টাইমস এর মুখোমুখি হয়ে এক ছাত্রী জানালেন, প্রতিবছর এই দিনটিতে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।তবে এবছর করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল সেলিব্রেশনের মাধ্যমে শিক্ষকদের প্রতি নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অন্যদিকে শিক্ষক দেবাশীষ সাহা জানান, এবছর আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি সেলিব্রেশন করছি।খারাপ লাগছে তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেদের ঘরে বসেই এই দিনটি পালন করছি।