যাত্রা শুরু ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশালে, উৎসাহ পর্যটকদের মধ্যে

শিলিগুড়ি, ২৮ আগস্টঃ শনিবার থেকে যাত্রা শুরু করল নতুন ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন।এদিন যাত্রীদের নিয়ে এনজেপি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি ফ্ল্যাগ অফ করেন।


 প্রতি সপ্তাহে শুক্রবার, শনিবার ও রবিবার করে এই ট্রেনটি এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাবে।অত্যাধুনিক ভিস্তাডোম কোচটি কাচে মোড়া।সেখানে বসে পর্যটকেরা ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।তবে যাত্রা শুরুর আগে থেকে ভিস্তাডোম কোচের সমস্ত টিকিট বুক হয়ে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের টিকিট অগ্রিম বুক হয়ে গিয়েছে।ওয়েটিং লিস্টেও অনেকে আছেন।শিলিগুড়ির এনজেপি থেকে সকাল ৭ টা ২০ মিনিটে ছাড়বে ট্রেনটি।ভিস্তাডোম কোচে চেয়ার ঘুরিয়ে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।এছাড়াও কোচে আরও নানা পরিষেবা রাখা হয়েছে।শনিবার প্রথম যাত্রায় সফর করতে শিলিগুড়ি সহ আশপাশের নানা জেলার বাসিন্দারাও এসেছিলেন।


এদিন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী বলেন, পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে ট্রেনটি নিয়ে।দুটি স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।যাত্রীরা ট্রেনে বসে তা দেখতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *