শিলিগুড়ি,২৬ আগস্টঃ শনিবার থেকে চালু হচ্ছে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন।তার আগে বৃহস্পতিবার এনজেপি স্টেশনে সাংবাদিক বৈঠক করলেন রেলের আধিকারিকেরা।এদিন আলিপুরদুয়ারের ডিআরএম ও কাটিহার ডিভিশনের ডিআরএম’রা উপস্থিত ছিলেন।এই নতুন ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন ঘিরে উৎসুক পর্যটক এবং যাত্রীরা।
প্রতি সপ্তাহে শুক্র-শনি ও রবিবার করে এই ট্রেনটি শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত যাবে।তার মাঝে বেশকিছু স্টেশনে এই ট্রেনটির স্টপেজ রয়েছে।এদিন রেলের আধিকারিকেরা জানান,চালসা এবং হাসিমারাতে এই ট্রেন দাঁড়াবে।সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।অন্যদিকে ভিস্তাডোম কোচের পাশাপাশি এই ট্রেনে নন এসি চেয়ার কার ও এসি চেয়ার কারও থাকছে।ভিস্তাডোম কোচে মোট ৪৪টি সিট থাকছে।সেই সিটগুলি যেমন ঘোরানো যাবে তেমনি ভিস্তাডোম কোচের জানালা দিয়ে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।এছাড়াও আইআরসিটিসি থেকে খাবারও কিনতে পারবেন পর্যটক এবং যাত্রীরা।ইতিমধ্যেই আগামী দুসপ্তাহের বুকিং ফুল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।পরবর্তী সফরগুলির জন্যও প্রায় ৫০ শতাংশ সিট বুকিং হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকেরা।শনিবার এখান থেকে প্রথম এই ভিস্তাডোম কোচ টুরিস্ট স্পেশাল ট্রেনটি চালু হবে।