বাগডোগরা, ১২ জানুয়ারিঃ প্রতিবছরের মত এই বছরেও গোসাইপুরের ফয়রানী জোত বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উদযাপন করা হল।
জানা গিয়েছে, এদিন সকালে ক্লাবের জয়নাথ সিংহ ময়দানে পতাকা উত্তোলন করে স্বামীজির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি পদ্মনাথ সিংহ, সম্পাদক কল্যাণ সিংহ, প্রকাশ সিংহ, রাজু বর্মন, মদন সিংহ সহ অন্যান্যরা।