শিলিগুড়ি,২৮ আগস্টঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।
সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মাটিগাড়া ১ নং অঞ্চল তৃনমূল যুব কংগ্রেস। বিক্ষোভকারীদের অভিযোগ, যে এজেন্সিগুলি নিয়োগের বিষয়ে টেন্ডার নিয়েছে তারা স্থানীয় বেকার যুবক-যুবতিদের বাদ দিয়ে বাইরে থেকে কর্মী নিয়োগ করাচ্ছে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন। তাদের দাবি, স্থানীয় বেকার যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক।
অন্যদিকে এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন,আমরা এই অস্থায়ী কর্মী নিয়োগ সরাসরি করি না। এটা টেন্ডারের মাধ্যমে নিয়োগ হয়। সেই টেন্ডার পাওয়া এজেন্সি আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী দেন।