রাজগঞ্জ, ১৪ নভেম্বরঃ বাস ও একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুরে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি বাসটি। ফাটাপুকুর ট্রাফিক মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল একটি কন্টেনার ট্রাকটি। সেসময় যাত্রী বোঝাই বাসটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে চালক সহ ২৩ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চক্রবর্তী। সামান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কয়েকজন গুরুতর আহত হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।