রাজগঞ্জ, ১১ ডিসেম্বরঃ মদ বিরোধী অভিযান চালালো ভোরের আলো থানার পুলিশ।ঘটনায় আটক ৯ জন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অবৈধ মদের ঠেক ও নেশাগ্রস্থদের বিরুদ্ধে ভোরের আলো থানার পুলিশের পিসি পার্টি অভিযানে নামে।রাজগঞ্জের বলরাম, জলডুমুর, আদর্শপল্লী ও আমবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করে পুলিশ। এছাড়া বেশ কয়েকলিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের মদ বিরোধী অভিযান লাগাতার চালানো হবে।ভোরের আলো থানার অধীন যেসকল অবৈধ মদের ঠেক রয়েছে সমস্ত বন্ধ করে দেওয়া হবে।