শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ অজানা জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি বহু শিশু।বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে শিশু বিভাগ পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।কথা বলেন শিশুদের মায়েদের সঙ্গে।দেখা করেন সুপার প্রদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে।পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেন তার হাতে।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জেলার বহু শিশু অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে।প্রতিদিন বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহু শিশু ভর্তি। ঘুম উড়েছে শিশুদের অভিভাবকের।শুধু দার্জিলিং জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গ জুড়ে শিশুদের জ্বর ,সর্দি ও কাশিতে আক্রান্ত সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিশুদের এই ধরনের সংক্রমণে উদ্বিগ্ন বাড়ছে জেলা স্বাস্থ্য মহলে। বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে পরিদর্শনে আসে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্যর সাথে সৌজন্য সাক্ষাতকার করে।পাশাপাশি জেলা হাসপাতালের সুপারের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেয়। এদিন জেলা হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করে।
শংকর ঘোষ বলেন, শিশুদের খোঁজখবর নেওয়ার জন্য জেলা হাসপাতালে সুপারের কাছে এসেছি।এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলব।