মুর্শিদাবাদের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার।সংশোধনের জন্য নিজের ভোটার কার্ডটি বদলে দেওয়ার আবেদন করেছিলেন সুনীল কর্মকার।কিন্তু সেই ভুল বদলে আর এক বিড়ম্বনা।সুনীল বাবুর ভোটার কার্ডে সুনীল বাবুর ছবির বদলে চলে এল এক সারমেয়র ছবি।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সুনীল বাবু বলেন, ভোটার কার্ডটি সংশোধনের জন্য পাঠানো হয়েছিল।কিন্তু সংশোধিত কার্ডটি হাতে পাওয়ার পর তিনি দেখতে পান কার্ডে তার ছবির জায়গায় একটি সারমেয়র ছবি রয়েছে।
অন্যদিকে এই বিষয়ে স্থানীয় বিডিও জানান, অনলাইনে আবেদন পূরণের সময় কোনওভাবে ভুলবশত এই ধরণের ঘটনা ঘটে থাকতে পারে। ওই ভুল ছবিটির বদলে নতুন ছবি দিয়ে ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হয়েছে।তিনি কিছুদিনের মধ্যেই সঠিক ছবি সহ ভোটার আইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন।